Articles

Authentic Food Mart-এর ভেষজ পণ্যে ওজন কমবে তরতরিয়ে

সুস্থ থাকতে দেহের অতিরিক্ত ওজন কমানোর কোন বিকল্প নেই।

অন্য দিকে ওজন কমাতে গিয়ে কেমিক্যাল পণ্যের উপর নির্ভরশীলতা আরো ক্ষতির কারণ হয়ে দাড়ায়।

তাই Authentic Food Mart-এর প্রাকৃতিক ভেষজ পণ্যে ওজন কমানো এখন খুব সহজ।

স্থূলতার কারণে টাইপ ২ ডায়াবেটিস, করোনারি আর্টারী ডিজিজ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, ক্যান্সার, পিসিও, আর্থ্রাইটিস, বয়:সন্ধিক্ষণে ঋতুস্রাবে সমস্যা, গর্ভকালীন জটিলতা, স্লিপ এপনিয়া, থাইরয়েডের কার্যকারীতা নষ্ট এমনকি এলডিএল বা খারাপ কোলেষ্টেরল বৃদ্ধি পায়।

Authentic Food Mart-এর ওয়েট লস প্যাকে থাকছে ওজন কমাতে কার্যকর ও অসাধারণ পুষ্টিগুণে ভরপুর ৩টি গুরুত্বপূর্ণ ভেষজ পণ্য।যা শরীরের ওজন কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ও কার্যক্ষমতা বৃদ্ধি করে।

পণ্য সমূহঃ

  1. Authentic Food Mart ত্রিফলা-১০০গ্রাম।
  2. Authentic Food Mart সোনা পাতা গুড়া-১২৫ গ্রাম।
  3. Authentic Food Mart চিয়া সীড-১২৫ গ্রাম।

√বিস্ময়কর ঔষধি গুণসম্পন্ন ত্রিফলা- আমলকি, হরতকি ও বহেরার অত্যাশ্বর্য ভেষজ মিশ্রণ। স্বাস্থ্য রক্ষায় যা এখনো প্রাচ্যের মেডিসিন থেকে অনেক বেশি কার্যকর

√কোষ্ঠকাঠিন্যে ও দ্রুত ওজন কমাতে অনন্য Authentic Food Mart সোনাপাতা পাউডার।
রাসুল সাঃ বলেন, এমন কোনো প্রতিষেধক যদি থাকতো, যা মৃত্যুকে প্রতিরোধ করতে পারতো, তাহলে তা হতো সিনা/ সোনা পাতা।
(সুনান ইবনে মাজাহ, হাদিস নং-৩৪৬১ )

√পুষ্টির আধার চিয়াসীড আধুনিক সুপার ফুড।
চিয়া বীজে থাকা শর্করার প্রায় সব টুকুই ফাইবার। রোজের ডায়েটে চিয়া বীজ থাকলে পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে ও তরতরিয়ে ওজন কমবে।

Authentic Food Mart ওয়েট লস প্যাকেজ পেতে ক্লিক করুনঃ Authentic Food Mart ওয়েট লস প্যাকেজ

Leave a Reply